
ব্যাংক এশিয়া লিমিটেড “ট্রেইনি অফিসার (কাস্টমার সার্ভিস)” পদে লোক নিযোগ করবে। ব্যবসায় বিভাগ থেকে মাস্টার্স পাশ করা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। তবে কোনো পরীক্ষাতে থার্ড ডিভিশন থাকলে আবেদন করা যাবে না।
আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।
আবেদন করতে হবে ব্যাংকের এই ঠিকানায়:-www.bankasia-bd.comCareerAvailable Jobs