বার্জার পেইন্টসের ইপিএস বেড়েছে ১৪ শতাংশ

  • mukto rani
  • April 21, 2014
  • Comments Off on বার্জার পেইন্টসের ইপিএস বেড়েছে ১৪ শতাংশ
Barger Paints

Barger Paintsপুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস লিমিটেডের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৪ শতাংশ বা ১ টাকা ৮২ পয়সা। কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি১৪-মার্চ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটি মুনাফা করেছে ৩৩ কোটি ৪৪ লাক টাকা। আর শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১৪ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ২৯ কোটি ২২ লাখ টাকা এবং ইপিএস ১২ টাকা ৬০ পয়সা।

অর্থসূচক/এমআরবি/