
বিমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আসছে। কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। সহযোগী কোম্পানির নাম হবে ফারইস্ট ইসলামী প্রোপার্টিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সহযোগী কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হবে। আর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা। এই কোম্পানির শেয়ার মূল্য হবে ১০ টাকা। ফারইস্ট ইসলামী প্রোর্পাটিজ লিমিটেডের নিজস্ব মূলধন ৫১ শতাংশ বা ৫ কোটি ১০ লাখ। আর অন্য প্রতিষ্ঠানের মূলধন থাকবে ৪৯ শতাংশ বা ৪ কোটি ৯০ লাখ টাকা।
অর্থসূচক/এমআরবি/