
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের সোলাপুর গ্রামে সম্রাট হোসেন (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে চাচাতো ভাইয়েরা। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে।
রাশিদা বেগম জানান, নিহতের চাচা মালেক মাতুব্বর ও আকবরের নিকট পাওনা ৯ লক্ষ টাকার মাসিক সুদ চাওয়ায় তার স্বামীকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সম্রাট আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার চাচা মালেক মাতুব্বর এবং ছেলেরা সবাই ডাকাতির সাথে জড়িত। ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কোন্দল থেকে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, নিহতের বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ, ভাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। সে কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়।