
নাটোরের হরিশপুরে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে দুইজন। সোমবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলাম বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দিলে এ ঘটনা ঘটে।
প্রকক্ষদর্শীরা জানায়,নাটোরের হরিশপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলাম একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি একতা মোড়ে আসলে পুলিশ বাঁধা দেয়। এসময় জামায়াত শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। জবাবে পুলিশও কয়েকরাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।