
দিনাজপুরে তালিকাভুক্ত ভাড়াটে সন্ত্রাসী ও ছিনতাইকারী মেহেদী হাসান বুলবুল (৩২)কে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
সোমবার রাত সোয়া ১২টার দিকে শহরের বালুয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে শহরের বালুয়াডাঙ্গার ইদ্রীসের মোড় এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। বুলবুলের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, আদালত মেহেদী হাসান বুলবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পোরোয়ানা জারি করে। সোমবার রাত সোয়া ১২টার দিকে বালুয়াডাঙ্গা এলাকায় এসআই আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানা গেছে, ২০১২ সালে দিনাজপুরে গণর্পূত বিভাগের একটি টেন্ডারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে অপরপক্ষকে ধাওয়া করার সময় অস্ত্র হাতে বুলবুলের ছবি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। একই বছরের জুলাই মাসে বগুড়া থেকে আসা একটি সার বোঝাই ট্রাক কাঞ্চন ব্রীজের কাছে থামিয়ে ছিনতাই করে নিয়ে যায় বুলবুল। পরে ট্রাক মালিক বুলবুলকে প্রধান আসামি করে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে।
এমআরএস/কেএফ