
চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের ইনসার্জ সুভাষ কান্তি দাসের নির্দেশে শহরের কোর্টস্টেশনে অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের সেকেন্ড অফিসার এস.আই নাজমুস সাকিব ও তার সাথে থাকা ফোর্স।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ অবৈধ উচ্ছেদ অভিযান চালায় চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ। এ সময় প্লাটফর্মের বিভিন্ন স্থানে জড়ো হয়ে আড্ডা দেওয়া যুবকদের তাড়া দেন পুলিশ এবং দোকানপাটের আশপাশে চেয়ার-টেবিল নিয়ে গড়ে ওঠা গোপনে আড্ডা দেওয়ার স্থানগুলোও গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া বাকি ভাসমান দোকানপাটগুলোকে অতি শীঘ্রই চলে যাবার জন্য নির্দেশ দেওয়া হয়।