
গোলাম আরিফ টিপুর অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন সৈয়দ হায়দার আলী। রোববার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, গোলাম আরিফ টিপু চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়ে ছুটির আবেদন করেছিলেন। তাই টিপুকে চিকিত্সা নেওয়ার জন্য ১৩ এপ্রিল এক মাসের ছুটির অনুমতি দেয় সরকার। আর তারই অনুপস্থিতিতে সৈয়দ হায়দার আলী ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন।