
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আগের বছরের চেয়ে এই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১৪ শতাংশ বা ২৫ পয়সা।
শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ লভ্যাংশ প্রস্তাব করা হয়। এ বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করা হয়।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৯৮ পয়সা আয় করেছে। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি হয়েছে ২০ টাকা ৬৯ পয়সা।
আগামি ১৯ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।
উল্লেখ্য, এই কোম্পানি ২০১২ সালে শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেষে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ১ টাকা ৭৩ পয়সা।
আজ এই শেয়ার লেনদেনে কোন নির্ধারিত মূল্য থাকছে না।
অর্থসূচক/এমআরবি/