
তিস্তা নদীকে বাঁচাতে আগামি ২২ ও ২৩ এপ্রিল বিএনপির ডাকা তিস্তা অভিমুখে লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
লংমার্চ কর্মসূচি সফল করতে রোববার সকালে রাজধানীর এ্যালিফ্যান্ট রোডে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সাতে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করতেই আগামি ২২ ও ২৩ এপ্রিল লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিস্তার পানির সাথে এ দেশের মানুষের জীবন-মরণ সম্পর্ক। এ পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। অথচ ভারত সরকার জোর করে বাঁধ দিয়ে আমাদের অধিকার হরণ করছে। এটি অন্যায়। এর বিরুদ্ধে আন্দোলন করা ন্যায়সঙ্গত।
তিনি বলেন, সরকার লংমার্চে বাধা দিলে বাধা দিলে প্রমাণিত হবে এ সরকার জনগণের সরকার নয়, ভারতের সরকার এবং তাতে তারা জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবে।
লিফলেট বিতরণকালে বিএনপির এই যুগ্ম মহাসচিবের সাথে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য বেলাল, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআর