
মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর সেতুর ওপর থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২০) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন যুবককে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, রাত ১০টার দিকে যুবক মুক্তারপুর সেতুর ওপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া কেউ তাকে ধাক্কা দিয়ে সেতু থেকে ফেলে দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
কেএফ