
রাজধানীর ধোলাইপাড় থেকে ৫৩ হাজার একশটি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ।
এ সময় দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আমিনুল ইসলাম ওরফে মামুন ও তৌফিক ইমাম।
শনিবার ভোর ৪টার দিকে ১৭৫/এ পূর্ব ধোলাইপাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, টহলরত পুলিশ দেখে ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
কেএফ