
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে চীন। পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের এই সুযোগ প্রদান করছে চীন সরকার।
ঘোষণা অনুযায়ী, ২০১৪-২০১৬ শিক্ষাবর্ষের জন্য রুমহি স্কলারশিপের আওতায় ডাইং এবং ফিনিশিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নির্বাচিতরা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবেদনকারীকে অবশ্যই ডাইং অ্যান্ড ফিনিশিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
পাশাপাশি ইংরেজী ভাষায় আন্তর্জাতিক মান অনুযায়ি দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে, আইইএলটিএস স্কোর প্রমাণ হিসেবে দাখিল করা যেতে পারে। তবে, বয়স ৩৫ এর অধিক হলে অযোগ্যতা বলে বিবেচনা করা হবে। আবেদন পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই আগামি ৩০মে এর মধ্যে চায়না স্কলারশিপ বরাবর পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় তথ্যের জন্য নিম্নোক্ত লিংকগুলোকে ক্লিক করুন :