
টাটা মোটরসের গাড়ি কিনলেই ১৯ ইঞ্চি এলইডি টেলিভিশন পাওয়া যাবে। এছাড়া এককালীন টাকা দেওয়ার পর বাকী টাকা ৩৬ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে। আর এজন্য ক্রেতাকে কোনো প্রকার সুদ দিতে হবে না।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ৯ম নিটল-নিলয় ঢাকা মোটরশোতে নিটলটাটার স্টল ঘুরে এ চিত্র দেখা গেছে।
স্টল থেকে জানা যায়, টাটা ইন্ডিগো ইসিএস মডেলের গাড়ির দাম ১৫ লাখ ৭৫ হাজার টাকা। এতে এককালীন মূল্য পরিশোধ করতে হবে ৪ লাখ ৫০ হাজার টাকা। আর বাকী টাকা সমান ভাগ করে ৩৬ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে। এজন্য ক্রেতাকে কোনো প্রকার সুদ দিতে হবে না।
একইভাবে টাটা ইন্ডিগো ভিসতা মডেলের গাড়ির দাম ১৭ লাখ ৭৫ হাজার টাকা। এতে এককালীন মূল্য পরিশোধ করতে হবে ৭ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া টাটা ইন্ডিগো মানজা মডেলের গাড়ির দাম ২১ লাখ ৭৫ হাজার টাকা। এতে এককালীন মূল্য পরিশোধ করতে হবে ১০ লাখ টাকা।
এইচকেবি/এএস