
সাউথইস্ট ব্যাংক লিমিটেড “রিটেল লাইবিলিটি মার্কেটিং” টিমে চার পদে লোক নিবে। পদ চারটি হচ্ছে- গ্রুপ লিডার, সিনিয়র বিসনেস এক্সিকিউটিভ, বিসনেস এক্সিকিউটিভ এবং ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ।
যে বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে মাস্টার্স পাশ করা থাকলেই চারটি পদের জন্য আবেদন করা যাবে। তবে কোন পরীক্ষাতে থার্ড ডিভিশন থাকলে আবেদন করা যাবে না।
৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।