
আজ থেকে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৩-১৪। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে।
সকালে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.এম.এ আহসান তুহিন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি মোসলেম উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মো.আমিনুর রহমান ফরিদসহ ক্রিকেট দলের প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
খেলায় টসে জিতে ব্যাট করছেন রংপুর বিভাগ আর ফিল্ডিং করছেন খুলনা বিভাগ। খেলার শুরুতেই খুলনা বিভাগের আলীমের প্রথম বলে আউট হয়ে যায় রংপুরের ওপেনিং ব্যাটসম্যান ফুয়াদ।
২১ দিনব্যাপী দেশের ছয়টি বিভাগের পয়েন্ট ভিত্তিক খেলা ১৯ মে বিজয়ী দল নির্বাচনের মাধ্যমে শেষ হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.এম.এ আহসান তুহিন বলেন, এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসবে নতুন প্রতিভা। যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেট দলের।
কেএফ