
মাদারীপুর শহরের তরমুগরিয়া বালুঘাট এলাকায় বালু ভর্তি জাহাজের পাখার আঘাতে মান্নান ঢালী (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই সময় আহত হয়েছে দিদারুল ইসলাম (১৯) নামের অপর এক শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বালুঘাট এলাকায় জাহাজের সাথে একটি নেট (জাল) আটকে পড়ে। জাহাজাটিকে মুক্ত করতে দুই শ্রমিক কুমার নদীতে নামে। এ সময় মন্নান জাহাজের পাখা বাড়ি দিলে মাথায় আঘাত পায়। সাথে সাথে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ঐ শ্রমিক চাঁদপুর জেলার মতলব উপজেলার সিকিরচর গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে। সে দীর্ঘ দিন ধরে বালুঘাট এলাকায় জাহাজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক জানান, নিহত শ্রমিক মন্নান ঢালীর লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
এএসএ/সাকি