
মাইলি ভক্তদের জন্য দুঃসংবাদ। অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন এই মার্কিন তারকা। এই কারণে মঙ্গলবার তার নির্ধারিত কনসার্টও বাতিল করা হয়েছে। খবর সিএনএনের।
গান এবং অভিনয়ে সমান পারদর্শী মাইলি হান্না মাউন্টেন দিয়ে আলোটা নিজের দিকে টেনে আনেন। এরপর থেকে একের পর এক আলোড়ন তুলে চলেছেন বিনোদন জগতে। এমনকি ঝড় তোলার জন্য শুধু তার নামটাই যথেষ্ট।
মাইলির এক মুখপাত্র জানান, আল্যার্জিক রিঅ্যাকশনের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাইরাসকে। তবে, তার সমস্যা অতটা গুরুতর নয়। অ্যান্টিবায়োটিক সেবনের কারণে এই রিঅ্যাকশন। অল্প কয়েক দিন বিশ্রাম নিলেই তা সেরে যাবে।
এদিকে আরেক খবরে জানানো হয়েছে, মাইলির অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে তার নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে। এক টুইটারে বার্তায় এই জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মাইলি।