
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে নিখোঁজ আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর মধ্যে সাব্বির হোসাইন ও শাহরিয়ার নোমানের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আরও দুইজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীরা হচ্ছেন- উদয় মাহমুদ, গোলাম রহিম বাপ্পী।
সেন্টমার্টিন কোটস্টগার্ড কমান্ডার লে. শহিদ আল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।
সোমবার দুপুরে সেন্টমার্টিনে গোসল করতে নেমে নিখোঁজ হয় ঢাকার আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র। ঘটনার পরে দুইজন শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। সমুদ্র থেকে মুমূর্ষু অবস্থায় আরও পাঁচ শিক্ষার্থী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।