
আগামিকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ১১টি শূন্য আসনের জন্য সাবজেক্ট চয়েস ফরম পূরণ শুরু হবে। সকাল ১০টায় সামাজিক বিজ্ঞানের ডিন অফিসে এ ফরম পূরণ শুরু হবে। বুধবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞান শাখার মেধাক্রম ৩৮১ থেকে ৫৪৯ পর্যন্ত পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। কোনো প্রার্থী নির্ধারিত তারিখে সাবজেক্ট চয়েস ফরম পূরণের জন্য উপস্থিত না হলে সে আর পরবর্তীতৈ ফরম পূরণের কোনো সুযোগ পাবে না। আর মনোনীত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ১৭ এপ্রিলেই সম্পন্ন করতে হবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd) ও ডিন অফিসে পাওয়া যাবে।
এমআই