
বারডেমে আন্দোলনরত চিকিৎসকদের হামলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত ঢাকা জোনের ওই অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে পুলিশদের দেওয়া রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়ার হবে স্বাস্থ্যমন্ত্রীর এমন হুমকির পর তাকে প্রত্যাহার করা হলো।
প্রসঙ্গত মোহাম্মাদ নাসিম আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ হুমকি দিয়েছিলেন।
তিনি সে সময় বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অবিলম্বে অভিযুক্ত ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তবে পুলিশ হাসপাতালসহ তাদের অন্যান্য চিকিৎসা সুবিধা বন্ধ করে দেওয়া হবে। হামলাকারী ঢাকা মহানগর পুলিশের এএসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধও করেন।
বিস্তারিত আসছে…