
টি টুয়েন্টি বিশ্বকাপের রেশ শেষ হতে না হতেই আজ থেকে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসর।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখী বলিউড তারকা শাহরুখ খানের দলের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান। নাইট রাইডার্সের জার্সি পরে মাঠে নামতে পারেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
আবুধাবির সঙ্গে আরব আমিরাতের দুবাই এবং শারজাতেও যে অনুষ্ঠিত হবে আইপিএল সপ্তম আসরের প্রথম পর্বের ২০টি খেলা। টুর্নামেন্টের বাকি ৪০ ম্যাচ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে।