
দিনাজপুর হাকিপমপুর উপজেলার হিলি আইসিপি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় পাসপোর্টধারী যাত্রী থেকে দুটি পিতলের রাধাকৃষ্ণ মূর্তি ও ৩১৭৬ পিচ রুমাল উদ্ধার করেছে।
বিজিবির পক্ষ থেকে এগুলোকে পাচার বলা হলেও হিলি কাস্টমস পাসপোর্ট অফিসে কর্তব্যরত সিপাহী সংকর রায় সেগুলি পাসপোর্টে ভুল বসত এন্ট্রি করা হয়নি বলে জানিয়েছেন।
হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, নওগাঁর কালীতলা মহা শশ্মান এলাকার বিহারী লাল শীলের ছেলে অভিসান চন্দ্র শীল, স্ত্রী নমিতা রানী শীল ও ছেলে মধাব কুমার শীল পাসপোর্টে ভারতে যাওয়ার পর মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময হিলি ইমিগ্রেশন চেক পোস্ট পথ দিয়ে দেশে ফিরেন। এ সময় তারা এ সমস্ত অবৈধ পণ্য পাচার করে আনার পর ট্রেনযোগে বাড়ির উদ্দেশ্যে হিলি রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তা উদ্ধার করেন।
এমআইআর/সাকি