
বিতর্ক, অভিনয়, সৌন্দর্য আর বৈচিত্র্যময়তার কারণে জীবদ্দশাতে আলোচিত ছিলেন মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো। এমনকি তাকে পৃথিবীর সবচেয়ে আলোচিত সেলিব্রটি হিসেবে গণ্য করা হয়। তবে, এইসব আলোচনায় বোধ হয় অমর করেছে মনরোকে। কেননা, মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও ঝড় তুলে চলেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নিলামে ১ লাখ ৮৫ হাজার মার্কিন ডলারে বিকিয়েছে তার কানের একজোড়া দুল। খবর ডেইলি মেইলের।
১৯৫৫ সালে দ্য রোজ ট্যাটু নামের সিনেমার প্রিমিয়ারে দুল জোড়া পরেছিলেন মনরো। ওই ছবিতে অভিনয় না করলেও আরেক কিংবদন্তি মার্লন ব্রান্ডোর সাথে ঘনিষ্ঠতা সূত্রে হাজির হয়েছিলেন ওই অনুষ্ঠানে।
নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ান’স অকশন জানায়, যুক্তরাষ্ট্রের সিনেমা পাড়া বলে খ্যাত বেভারলি হিলসে অনুষ্ঠিত নিলামে ১ লাখ ৮৫ হাজার ডলারের বিনিময়ে দুল জোড়া কিনে নিয়েছেন এক বিদেশি ক্রেতা। তবে, ওই ক্রেতার নাম-ঠিকানা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।