
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১৫তম কমিশন বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সংস্থার চেয়ারম্যান প্রফেসর খায়রুল হোসেন।
আজকের বৈঠকের আলোচ্যসূচির মধ্যে দুটি আইপিও’র প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। এদের একটি বস্ত্র তথা শিল্প খাতের কোম্পানি। অন্যটি সেবা খাতের। বৈঠকে দুটি আইপিওই অনুমোদন পেতে পারে বলে আশা করা হচ্ছে।