
বাগেরহাট জেলা কারাগারে খাবারে বিষক্রিয়ায় ৩৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১৯ জনকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কারাগারে নিয়মিত খাবার খেয়ে মঙ্গলবার সকাল থেকে একে একে ৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। খবর পেয়ে সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক কারাগারে এসে অসুস্থদের মধ্যে ১৯ জনকে ওই হাসপাতালে পাঠান। বাকিদের কারাগারেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেএফ