
দেশের কৃষিজমি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। মঙ্গলবার জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করে।
আগামি ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, ভূমিসচিব, কৃষিসচিব ও খাদ্যসচিবকে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেন আদালত।
নব্বই দিনের মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে কৃষিজমি রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেয় আদালত।
পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী আদালতে এ রিট আবেদন করে।
আবেদনের পক্ষে আদালতে পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।