
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আজ নিজ কার্যালয়ে অফিস করছেন। প্রায় দেড় মাস ছুটির পর মঙ্গলবার সকাল ১০টার দিকে অফিসে আসেন তিনি।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি।
এর আগে, সোমবার ভোর ৫টায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের শুরুতেই দেড় মাসের দীর্ঘ সফরে সস্ত্রিক যুক্তরাষ্ট্র যান তিনি। তার অবর্তমানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক সিইসির রুটিন দায়িত্ব পালন করেন।
কেএফ/এআর