সৌদিতে একশ কোটি রিয়ালের অবৈধ ওষুধ জব্দ

  • sahin rahman
  • April 14, 2014
  • Comments Off on সৌদিতে একশ কোটি রিয়ালের অবৈধ ওষুধ জব্দ

pillঅবৈধ ওষুধসহ ৬ জনকে আটক করেছে সৌদি পুলিশ। পুলিশ বলছে, এসব ওষুধের মুল্য প্রায় একশ কোটি সৌদি রিয়ালের সমান। প্রতিবেশি দেশ বাইরাইন থেকে সৌদি সীমান্ত দিয়ে অন্যদেশে পাচারের সময় এগুলো পুলিশের হাতি জব্দ হয়। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা মুনসুর তুর্কি জানান, আটকদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক। অন্যদিকে একজন বাহরাইনের ।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাহরাইন থেকে আসা প্লাস্টিক, কয়েল তারের বক্সে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই কোটি পিল উদ্ধার করে।

সৌদির সংবাদ সংস্থা জানিয়েছে,  জব্দ হওয়া অবৈধ ওষুধ নিয়ে এখনও তদ্ন্ত চলছে। তদন্ত শেষ হলেই আমরা এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো।

এস রহমান/