
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরণ করা হয়েছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
নতুন বছরকে স্বাগত জানাতে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। নরসিংদী সরকারি কলেজ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, নরসিংদী সরকারি কলেজ, জেলা শিল্পকলা একাডেমী, তমালতলা বন্ধু মহল, বাধঁনহারাসহ বিভিন্ন স্কুল-কলেজ ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।পরে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এছাড়া প্রতিবারের মতো এবারও শহরের ঐতিহ্যবাহি আরশীনগর বটমূলে সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমী আয়োজন করেছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা।
কেএফ