
1. ডাইন কিসের একক?
বল
দ্রুতি
ত্বরন
ভরবেগ
ওলকপি
মিষ্টিআলু
কচু
আদা
নাইট্রিক এসিড
সালফিউরিক এসিড
এমোনিয়াম ক্লোরাইড
হাইড্রোক্লোরিক এসিড
4. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
আইসোবার
আইসোটোপ
আইসোটোন
আইসোমার
5. নিউমোনিয়া রোগে আক্রন্ত হয় মানব দেহের-
ফুসফুস
যকৃত
কিডনি
প্লীহা
১
২
৩
৪
7. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হোল-
কম্পিউটার
অফসেট পদ্ধতি
ফটো লিথোগ্রাফী
প্রসেস ক্যামেরা
8. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-
জ্বালানিবাস্প
ক্লোরফ্লোর কার্বন
কার্বনডাই অক্সাইড
মিথেন
9. অক্সালিক এসিড এর রাসায়নিক সংকেত কি
HOOC – COOH
CL
HPO
HCIO
10. E-49 কি?
আন্তর্জাতিক প্রতিষ্ঠান
সফটওয়্যার
প্রোটিন
একটিও নয়
কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
12. প্রজাতির সংখ্যার দিক দিয়ে সর্ববৃহৎ পর্বের একটি প্রাণী হলো_
চিংড়ি
তারামাছ
মানুষ
অ্যামিবা
13. ফরমালিনের রাসায়নিক সংকেত কি ?
CH-CHO
C-CHO
C2-CHO
CH2O
14. বৈদ্যুতিক বাল্ভের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
সংকর ধাতু
সীসা
টাংস্টেন
তামা
লোহা
সিলিকন
পারদ
পারদ
17. .কম্পিউটার এর স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
RAM
ROM
হার্ডওয়্যার
সফটওয়্যার
18. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
গাড়ির মধ্যেই বসে থাকবেন
কোন গাছের তলায় আশ্যয় নিবেন
বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন
এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন
20. অগ্নি নির্বাপক গ্যাস
ফসফরাস
কার্বন ডাই অক্সাইড
হাইড্রোজেন
এলুমিনিয়াম
উপরের লাল কালির লেখাগুলো উত্তর।
অর্থসূচকের সাথে থাকতে লাইক করুর অর্থসূচকের ফেসবুক পেজে।