
চিলির পোর্ট সিটি ভালপ্যারাইসোতে রোববার থেকে শুরু হওয়া ভয়াবহ দাবানলে ৪ জন নিহত হয়েছে। এতে ৫’শরও বেশি বাড়িঘর পুড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে তা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা প্রবল বাতাসে এই দাবানল তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে । দেশটির প্রেসিডেন্ট মাইকেল ব্যাসেলেট জানান, শহরের পাশ্ববর্তী বন এলাকায় প্রায় ১১০ কিলোমিটার এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।
ইতোমধ্যে ওই এলাকা থেকে হাজার হাজার লোককে সরিয়ে নিরাপদ স্থানে আনার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দাবানলে আগুনের ধোয়ায় শহরের হাজার হাজার মানুষ শ্বাসকষ্টে ভুগছে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
এস রহমান/