
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারের লেনদেন চলবে ৩ টা ১৫ মিনিট পর্যন্ত। সকাল থেকে কারিগরি ত্রুটির কারণে ৫ মিনিট লেনদেন হওয়ার পর লেনদেন বন্ধ হয়ে যায়। তবে দুপুর সোয়া একটা থেকে আবার লেনদেন শুরু হয়। প্রতিদিনের মতো আজ দুপুর আড়াইটায় পরিবর্তে লেনদেন সোয়া তিনটায় শেষ হবে। ডিএসই সূত্রে জানা গেছে।
ডিএসই’র মহাব্যবস্থাপক ও প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা এস এম খায়রুজ্জামান জানান নেটওর্য়াকিং সমস্যার কারণে লেনদেন সাময়িকভাবে বন্ধ হওয়ায় পরবর্তীতে লেনদেনের সময় বাড়ানো হয়েছে।
তবে লেনদেনের সময় বাড়ার বিষয়টি ডিএসই ওয়েব সাইটে জানানো হয়।
প্রসঙ্গত আজ রোববার সকাল সাড়ে দশটায় লেনদেন শুরু হলেও ১০ টা ৩৫ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়।
সেই সময়ে পর্যন্ত মোট ১২টি কোম্পানির ৪৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ওই স্বল্প সময়ের লেনদেনে ডিএসইর প্রধান সূচকসহ সব কয়টি সূচকই বেড়েছে। প্রধান সূচকটি ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৯৭ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে দাড়ায় ১ হাজার ২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক বেড়েছে ২ পয়েন্টের বেশি। এটি এখন ১ হাজার ৬৭৮ পয়েন্টে রয়েছে।
পুনরায় লেনদেন চালু হলে ডিএসই’র সূচক এবং লেনদেনের পরিমাণ বেড়ে যায়। বেলা ২ টার সময় লেনদেন হয় ৭৬ কোটি টাকা।