
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন-সাঈফ আহমেদ (২১), মাজহারুল ইসলাম (৩২) ও বিল্লাল হোসেন (৩০)।
শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহতরা সবাই ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার সাচ্চন সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- দুপুরে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস শ্রীপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় মোটরসাইকেল আরোহী সাঈফ আহমেদ । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরোহী মাজহারুল ও বিল্লাল।
কেএফ