কৌতুহলী মন অনেক কিছু জানতে চায়। পৃথিবী কেন ঘোরে, ঘোরলে আমরা কেন দেখতে পাই না। আসুন জেনে নেয়া যাক পৃথিবী ঘোরলেও আমরা কেন তা দেখতে পাই না।
মাধ্যার্কষণ শক্তির টানে, পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরাও ঘুরে চলছি একই বেগে। শুধু তাই না, আমাদের সাথে সাথে গাছপালা, ঘর-বাড়ী, বাতাস,জল, মেঘ তথা আমাদের চারপাশের যা কিছু আছে সবই ঘুরছে।
আমাদের চারপাশের পরিবেশের তুলনায় আমরা স্থির বলেই নিজেদের ও সেই সংঙ্গে পৃথিবীর ঘোরার ব্যাপারটা আমরা টের পাই না।
যেমন ধরুন রেল গাড়িতে আপনি কোয়াও যাচ্ছেন। গাড়ীর উল্টো মুখে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে গাছ-পালা, দালান-কোঠা সবই তা আমরা অনায়াসেই বুঝতে পারি। কিন্তু গাড়ির দরজা-জানালা বন্ধ করে ভেতরে বসে থাকলে বোঝা যাবে না ট্রেনটা চলছে। ঠিক একারণে আমরা পৃথিবীর ঘোরা বুঝতে পারি না।
এসএস