
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় দলের জাতীয় নেতারা ও দেশের বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা যায়, সমাবেশ উপলক্ষে ইতোমধ্যে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সম্বর্ধনা সভায় মুক্তিযোদ্ধা ছাড়াও থাকবেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিদেশি মুক্তিযোদ্ধারাও। এবার তাদেরও সম্বর্ধিত করবেন বেগম জিয়া। প্রতি বছরের মতো এবারও আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।
এমআর/কেএফ