নতুন করে সড়কে টোল আদায় করা হচ্ছে না: কাদের

Obaidul-Kader

Obaidul-Kaderনতুন টোল নীতিমালা অনুযায়ী জাতীয় ও আঞ্চলিক ও মহাসড়কে টোল আদায় করা হচ্ছে না বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে তার নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যথাযথ হয়নি বলে বলেন তিনি।

তিনি জানান, বর্তমানে তিন সড়কে টোল আদায় করা হয়। এর বাইরে নতুন কোনো সড়কে টোল আদায় হবে না। তবে নতুন কোনো সড়ক নির্মিত হলে টোল আদায়ের বিষয়ে বিবেচনা করা হতে পারে।