৩১ মার্চ সিরাজদিখান উপজেলায় নির্বাচন

  • Emad Buppy
  • March 24, 2014
  • Comments Off on ৩১ মার্চ সিরাজদিখান উপজেলায় নির্বাচন
munshigonj-মুন্সিগঞ্জ

munshigonj-মুন্সিগঞ্জআগামি ৩১ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।

নির্বাচনের দুই দিন আগে থেকেই এই উপজেলা বাড়তি নিরাপত্তা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৫১০ জন।

নির্বাচনে দায়িত্ব পালন করতে ইতোমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারসহ অন্য কর্মকর্তাদের তালিকাও তৈরি হয়ে গেছে।

কেএফ