হিলিতে বিশ্ব যক্ষ্মাদিবস পালিত

  • Emad Buppy
  • March 24, 2014
  • Comments Off on হিলিতে বিশ্ব যক্ষ্মাদিবস পালিত
Hili, Hakimpur 24.0314

Hili, Hakimpur 24.0314“যক্ষ্মাসেবা সবার তরে, পৌঁছে দেব ঘরে ঘরে” এই স্লোগানকে সামনে রেখে হিলিতে পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস। এই দিবস উপলক্ষে আজ বেলা ১১টায় হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এসএমসি-মধুমিতা হিলি সিপি অফিসে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধুমিতার প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান।

এআর