হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ সভা ২ এপ্রিল

  • mukto rani
  • March 24, 2014
  • Comments Off on হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ সভা ২ এপ্রিল
Heidelberg Cement

Heidelberg Cementপুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। আগামি ২ এপ্রিল, বুধবার বিকেল ৪ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠকে শেয়াহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য ২০১৩ সালে এই কোম্পানি নয় (জানুয়ারি-সেপ্টেম্বর) মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ২১ টাকা ৮৯ পয়সা।

২০১২ সালে কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেষে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ২২ টাকা ৮৫ পয়সা। একই বছরে নয় মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ১৯ টাকা ২৫ পয়সা।

‘এ’ ক্যাটাগরির এই ব্যাংকটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১৪ দশমিক ৮।

অর্থসূচক/এমআরবি/