
প্রত্যেক ব্যাংকের শীর্ষ ৫০ ঋণগ্রহীতা সম্পর্কে তথ্য দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ সম্পর্কিত একটি চিঠি তফসিলভুক্ত প্রতিটি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। শীর্ষ ঋণগ্রহীতাদের তথ্য সংরক্ষণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে জানিয়েছে।
নির্বাহীদের কাছে পাঠানো এ চিঠিতে উল্লেখ করা হয়েছে,ব্যাংকিং খাতের স্বচ্ছতা এবং জবাবদিহিতা রক্ষার জন্য শীর্ষ ঋণগ্রহীতার তথ্য সংরক্ষণ করা প্রয়োজন। আর তাই আপনার ব্যাংকের শীর্ষ ৫০ ঋণগ্রহীতার ঋণের তথ্য সরবরাহ করার অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সাল শেষে দেশের বিভিন্ন ব্যাংক থেকে শীর্ষ ৫০ ঋণগ্রহীতা ঋণ নিয়েছে ১৪ হাজার ৯২২ কোটি টাকা। আর এ ঋণের ১১ হাজার ৭৫০ কোটি টাকা-ই আটকা পড়েছে এসব গ্রহীতাদের কাছে। শীর্ষ ৫০ ঋণ খেলাপিদের কাছে আটকে থাকা এ ঋণের পরিমাণ মোট বিতরণকৃত ঋণের ৭৮ দশমিক ৭৪ শতাংশ বলে জানা গেছে।
এসএই/