শিল্পীর শৈলীতে ‘মা’

MA Exhibit

MA Exhibitগুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের সাংস্কৃতিক কেন্দ্র বেঙ্গল আর্ট লাউঞ্জের‘মা’ শীর্ষক দলীয় প্রদর্শনী জমে উঠেছে। প্রদর্শনীতে ভিড় জমাচ্ছে আগ্রহী দর্শনার্থীরা। ২১ দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে আগামি ৩০ মার্চ পর্যণ্ত।  প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। গত ১৫ মার্চ থেকে প্রদর্শনীটি শুরু হয়েছে।

প্রদর্শনীতে বিখ্যাত চিত্র ও ছাপাচিত্র শিল্পী মনিরুল ইসলাম, কার্টুনিস্ট রফিকুন নবী, বিমূর্ত ও প্রতিকৃতি শিল্পী কালিদাস কর্মকার, শিল্পী রোকেয়া সুলতানা, তরুণ শিল্পী বিশ্বজিত গোস্বামী, শিল্পী ইয়াসমিন নাহার নূপুর, মৃৎশিল্পী অসীম হালদার সাগর এবং ক্রিয়েটিভ ডিরেক্টর ও শিল্পী খালেদ মাহমুদের সৃষ্টিকর্মগুলো প্রদর্শিত হচ্ছে।

এতে স্থান পেয়েছে ছোট বড় মোট ৩৪টি শিল্পকর্ম।

কেকে/এআর