রাণীনগরে গ্রামীণ ব্যাংকে সুড়ঙ্গ কেটেছে দুর্বৃত্তরা

নওগাঁ ব্যাংক ডাকাতি

নওগাঁ ব্যাংক ডাকাতিনওগাঁর রানীনগরে গ্রামীণ ব্যাংক বড়গাছা শাখায় রাতের আধারে সুড়ঙ্গ কেটেছে দুর্বৃত্তরা। ব্যাংকের মেঝেতে ইটের গুঁড়ি ও সিমেন্টের ঢালাই থাকায় ব্যাংকে ঢুকে লুটপাট চালাতে ব্যর্থ হলেও এ নিয়ে এলাকায়  ছড়িয়ে পড়েছে আতংক।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কচুয়া গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংক বড়গাছা শাখা ভবনের পেছনের দেয়ালের ইট খুলে ও মাটি খুড়ে সুড়ঙ্গ করে ব্যাংকে প্রবেশের চেষ্টা চালায় তারা। গ্রামীণ ব্যাংক বড়গাছা শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, রাতে কুকুরের ডাক শুনলেও সুড়ঙ্গ কাটার বিষয়টি টের পাননি ব্যাংকের নাইট গার্ড। পর দিন বিষয়টি টের পেয়ে ব্যাংকের র্উধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এ বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

সোমবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যাংকে ভল্ট না থাকলেও সুড়ঙ্গ কাটার ঘটনা জানাজানি হওয়ার পর আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসি। রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী মোবাইল ফোনে জানান, পুলিশ অত্যন্ত  গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে।

কিউএমএসটি/সাকি