
সড়ক ও জনপদ বিভাগের অধীন সব আঞ্চলিক ও জেলা মহাসড়ক টোলের আওতায় আসছে। আদায়কৃত টোল ব্যাবহার করা হবে সড়ক উন্নয়নের কাজে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঞা সাংবাদিকদের এসব কথা জানান।
মোশাররফ হোসেন ভুইয়া জানান, জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ব্যাবহারকারী ১৩ টি ক্যাটাগরির যানবাহনকে এ টোল দিতে হবে। সর্বনিন্ম ৫ টাকা টাকা থেকে শুরু হবে এ টোল।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০, ৫০০, ৭০০ ও ১০০০ মিটার সেতুর জন্য আলাদা টোল হার নির্ধারণ করা হবে। ১৩ ধরনের যানবাহনের জন্য টোল দিতে হবে। গুরুত্বপূর্ণ যানবাহনের জন্য যদি ৪০০ টাকা টোল হয়, তবে ভারী ট্রাকের জন্য তা ২০০ শতাংশ বেশি অর্থাৎ ৮০০ টাকা হবে। এ ছাড়া ট্রেলারের জন্য ২৫০, বড় বাসের জন্য ৯০, মিনি ট্রাকের জন্য ৭০, কৃষিকাজে ব্যবহৃত যানবাহনের জন্য ৬০ ও মাইক্রোবাসের জন্য ৪০ শতাংশ টোল দিতে হবে। আঞ্চলিক মহাসড়কের ক্ষেত্রে টোলের হার হবে অর্ধেক।
পর্যায়ক্রমে সড়কগুলো টোলের আওতায় আনা হবে বলে জানান তিনি।