
ব্র্যাক ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিসেস অফিসার (বিএসএসও) পদে লোক নেবে। আবেদন করতে পারবে যেকোন বিষয় থেকে স্নাতক পাশ করা শিক্ষার্থী। তবে ব্যবসায় শিক্ষা এবং সামাজিক বিজ্ঞান অথবা বিজ্ঞান থেকে পাশ করা হলে ভালো হয়।
আবেদন করা যাবে ৩১ মার্চ পর্যন্ত। আবেদন পাঠানো যাবে ব্র্যাক ব্যাংকের [email protected] এই ইমেইল ঠিনাকায়। আবার কুরিয়ারেওআবেদন পাঠানো যাবে।
সার্কুলারটি দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে-http://www.bracbank.com/career/bsso.pdf