নামতে শুরু করেছে পুঁজিবাজার

DSE_Suchakঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হয়। তবে বেলা ১১টা থেকে তা নিচের দিকে নামতে শুরু করেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বেলা সাড়ে এগারোটায় ডিএসই প্রধান সূচক ১৫ পয়েন্ট কমে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ডিএসইএক্স বা প্রধান সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫০৪ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৩ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭৫ পয়েন্টে। এসময়ে ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬০৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৪২ লাখ টাকার। লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)সব ধরণের সূচক এই সময়ে কমেছে। সার্বিক সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৫৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ১২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩২টির কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

অর্থসূচক/এমআরবি/