
নরসিংদীতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোরে শহরের বড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী শহরের বড় বাজারের ধারিপট্রি এলাকায় একটি কাগজের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাধবদী ও পলাশ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১২টি দোকান ভস্মিভূত হয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বাজারের গলিগুলো সরু হওয়ায় এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
কেএফ