কাশ্মীরের ডাল লেকে জোঁক দিয়ে পুত্রের চর্মরোগের চিকিৎসা করছেন এক ভারতীয় পিতা। নিতান্তই বিশ্বাসের ভিত্তিতে প্রতি বছরের এই সময়ে এই পদ্ধতি চিকিৎসা নিতে অসংখ্যা মানুষ এই লেকের তীরে জড়ো হয়।