চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিড়ে নিহত ১, আহত ১৪

  • Emad Buppy
  • March 24, 2014
  • Comments Off on চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিড়ে নিহত ১, আহত ১৪
chittagong

chittagongচট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় রাস্তার ওপর থাকা বৈদ্যুতিক তার ছিড়ে পারুল আক্তার (২৩) নামে একজন নারী শ্রমিক নিহত ও ১৪ জন আহত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ১১ হাজার ভল্টের একটি তার রাস্তায় ছিড়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহত ১৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গুরুতর আহতরা হলেন, আমেনা খাতুন, বিলকিস বেগম, আব্দুস সাত্তার এবং জাহাঙ্গীর

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, সিটি কর্পোরেশনের উদ্যোগে কয়েকজন শ্রমিক রাস্তার সস্প্রসারণ কাজ করছিল। এ সময় রাস্তার উপরে থাকা একটি হাই ভল্টের তার হঠাৎ ছিড়ে পরে। এ সময়  একজন নিহত ও ১৪ জন  শ্রমিক আহত হয়।  আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।