
খুলনার ৫টি উপজেলায় আ.লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। রোববার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
উপজেলাগুলো হলো- ফুলতলা, তেরখাদা, বটিয়াঘাটা, দাকোপ ও রূপসা।
স্থানীয় সূত্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বটিয়াঘাটা উপজেলায় আ.লীগ সমর্থিত প্রার্থী আশরাফুল আলম খান (চিংড়ি মাছ) ৪০,৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট সমর্থিত নেতা আমির এজাজ খান (আনারস) পেয়েছেন ৩৭,৯৪৭ ভোট।
দাকোপ উপজেলার আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল হোসেন (আনারস) ৩৭,২৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আ.লীগের বিদ্রোহী প্রার্থী অচিন্ত কুমার মণ্ডল (দোয়াত-কলম) পেয়েছেন ২১,৫৫২ এবং ১৯ দলীয় জোট সমর্থিত আবুল খয়ের খান পেয়েছেন ১৭,৯১১ ভোট।
তেরখাদা উপজেলায় আ.লীগ সমর্থিত প্রার্থী সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু (দোয়াত-কলম) ৪৭,৩৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট সমর্থিত এসএম মেজবাউল আলম (আনারস) পেয়েছেন ৯,৮৮২ ভোট।
ফুলতলা উপজেলায় আ.লীগ সমর্থিত প্রার্থী শেখ আকরাম হোসেন (দোয়াত-কলম) ৩৪,৬৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট সমর্থিত সরদার আলাউদ্দিন মিঠু (আনারস) পেয়েছেন ৩১,১৪৫ ভোট।
অপরদিকে, রূপসা উপজেলায় আ.লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন বাদশা (টেলিফোন) ৪২,২২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী (আনারস) পেয়েছেন ২৫,৪০৭ ভোট। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু হোসেন বাবু (কাপ-পিরিচ) পেয়েছেন ১২,২৮৬ ভোট।
কেএফ